Logo
Logo
×

জাতীয়

গ্রেফতার সেনা কর্মকর্তাদের চাকরি আছে কি না, যা জানা গেল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

গ্রেফতার সেনা কর্মকর্তাদের চাকরি আছে কি না, যা জানা গেল

আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তার চাকরি এখনো বহাল আছে কি না, সেই প্রশ্নে বিষয়টিকে ‘আইনগত প্রক্রিয়া’ বলে উল্লেখ করেছে সেনাসদর।

সেনাসদর বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি। সেনাসদর সেটি স্পষ্টীকরণের অপেক্ষায়।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরির অবস্থা সম্পর্কে সরকার এখনো স্পষ্ট করে নির্দেশনা জারি করেনি বলে জানায় সেনাসদর।

বুধবার সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাসদরের পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

আওয়ামী লীগ শাসনামলে জোরপূর্বক গুম এবং জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার জন্য ১৫ জন সেনা কর্মকর্তাকে ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল।

ওই ১৫ কর্মকর্তা এখনো চাকরিতে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং পদ্ধতিগত কাঠামোর আওতায় পড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার