Logo
Logo
×

জাতীয়

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য শুরু এনআইডি নিবন্ধন কার্যক্রম

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য শুরু এনআইডি নিবন্ধন কার্যক্রম

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড় পদক্ষেপ হিসেবে মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম। এর ফলে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা বিদেশে থেকেই ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার ড. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ডি. এম. আতিকুর রহমান। এছাড়া মিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এবং মালদ্বীপ বিএনপি’র সভাপতি মো. খলিলুর রহমানসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. নাজমুল ইসলাম বলেন, নিবন্ধন কার্যক্রম শুধু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে না, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি উল্লেখ করেন, দেশের বাইরে থাকা কোটি প্রবাসীই দেশের অর্থনীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়া সত্যিই যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও বিস্তৃত ও সহজতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সকল প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতি মো. খলিলুর রহমান বলেন, এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা শুধু নাগরিক অধিকারই ফিরে পাচ্ছেন না, বরং দেশের উন্নয়ন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার মূল ধারা সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত হচ্ছেন। বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ। তারা বিদেশে থেকেও ভোটাধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে স্মার্ট এনআইডি কার্ডও বিতরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার