Logo
Logo
×

জাতীয়

প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০১ এএম

প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তানহা বিনতে বাশার। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

তানহা কুমিল্লার রেসকোর্স এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে পড়াশোনা করতেন। পাশাপাশি নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় সাবলেট থাকতেন।

জানা যায়, কলেজ জীবন থেকেই তানহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাইমনের। দুজনেই কুমিল্লার বাসিন্দা। স্নাতক শিক্ষার জন্য তারা দুজনেই ঢাকায় চলে আসেন। তানহা প্রথম ভর্তি হন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে, আর সাইমন ইউল্যাবে। পরে তানহা আবার ইউল্যাবে ভর্তি হন।

তানহার এক বান্ধবী জানান, ভালবাসার টানে বিশ্ববিদ্যালয় বদলানোর পর দুজনের সম্পর্ক আরও গভীর হয়। শুরুটা সুন্দর থাকলেও কিছুদিন যেতেই সমস্যা দেখা দেয়। সাইমনের বিরুদ্ধে নানা অভিযোগ দিতে থাকেন তানহা।

কুমিল্লার বাসিন্দা তানহার আরেক বন্ধু জানান, বিয়ে প্রস্তাব দেওয়াতে অনেকদিন ধরেই তানহাকে অবহেলা করছিল সাইমন। এমনকি তানহার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়। তিনি আরও জানান, তানহা কয়েকবার আত্মহত্যার কথা জানিয়েছিলেন, কিন্তু সাইমন তা হাসিঠাট্টার মাধ্যমে উড়িয়ে দিত।

নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থীনীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী

সাইমনের রুমমেট রুমি জানান, তানহা দুই দিন ধরে আপ্রাণ চেষ্টা করছিল সাইমনের সঙ্গে সরাসরি কথা বলতে, কিন্তু সাইমন পালিয়ে বেড়াচ্ছিল।

তানহার বাবা কাঁদতে কাঁদতে বলেন, "আমি শুনেছি আমার মেয়েকে মানসিকভাবে অত্যাচার করেছে সাইমন। আমার মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছিল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হোক, এমনটাই চায় পরিবার।"

মোহাম্মদপুর থানার ওসি জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানহার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার