Logo
Logo
×

জাতীয়

একাত্তর সালে জামায়াতও নাকি স্বাধীনতার যুদ্ধ করেছিল!

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০২:১২ এএম

একাত্তর সালে জামায়াতও নাকি স্বাধীনতার যুদ্ধ করেছিল!

জামায়াতের দ্বৈত চরিত্র নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন, “আমি নিজের কানে শুনেছি কয়েক দিন আগে—ইউটিউবে দেখা এক ভিডিওতে। জামায়াতের এক নেতা, যিনি দলটির চার প্রধান নেতার একজন, তার কর্মিসভায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ‘আমরা যুদ্ধ করেছি শুধু একটি পতাকার জন্য নয়’।’’

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে অংশ নিয়ে নুরুল কবির এসব কথা বলেন।

নুরুল কবির বলেন, ‘জামায়াতের ওই নেতার কথা আংশিক সত্য, বাংলাদেশের মানুষও একটি পতাকার জন্য যুদ্ধ করেনি।

কিন্তু তিনি দাবি করছেন, তারাও স্বাধীনতার যুদ্ধ করেছে! একই সঙ্গে শফিকুর রহমানও এ কথা বলছেন? এটা কি হাস্যকর নয়?’

জামায়াতের ওই নেতার বক্তব্য টেনে নুরুল কবির বলেন, “জামায়াতের ওই নেতা যদি বলতেন, স্বাধীনতার সময় আমরা যুদ্ধ করেছি—তাহলে প্রশ্ন উঠত, আপনারা কোন পক্ষে যুদ্ধ করেছিলেন? কারণ যুদ্ধে তো দুটি পক্ষ থাকে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে পাকিস্তানের বিপক্ষে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। আর জামায়াত যুদ্ধ করেছে পাকিস্তানের পক্ষেই। তবু আজ তারা বলতে পারে, ‘আমরাও যুদ্ধ করেছি!’—এই ধরনের মুনাফেকি বক্তব্য কিভাবে দেওয়া সম্ভব? একাত্তরে জামায়াতে ইসলামী কী করেছিল, তা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? যারা মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা নিয়েছিল, তারা এখন নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করছে—তাদের রাজনীতিকে কি কোনোভাবেই বিশ্বাস করা যায়?”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার