Logo
Logo
×

জাতীয়

পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তারা

সচিবালয়ের এও পিও পদ থেকে সহকারী সচিব (নন ক্যাডারপদে পদোন্নতিসহ সহকারী সচিব (নন ক্যাডারপদে কর্মরতদের সিনিয়র স্কেল প্রদান এবং সিনিয়র সহকারী সচিব (নন ক্যাডারপদ থেকে উপসচিব পদে পদোন্নতির সুরাহা চান কর্মকর্তারা।

এসব বিষয়ে কথা বলতে সোমবার ( নভেম্বরসকালে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা কর্মচারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলতে যান। তবে তিনি না থাকায় তারা অতিরিক্ত সচিব মোফিরোজ সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোআব্দুল খালেক কয়েকটি বিষয় তুলে ধরেন।

তিনি জানানসহকারী সচিব পদে সর্বশেষ পদোন্নতি দেওয়া হয় মার্চ ২০২৫ মাসে। এরপর প্রায় ৩০টি পদ শূন্য হলেও গত মাস ধরে কোনো পদোন্নতি দেওয়া হয়নি। ২৪ জন এও/পিও এর সহকারী সচিব পদে পদোন্নতির জন্য একটি নথি প্রস্তুত করা হলেও কিছু অজুহাত দেখিয়ে পিএসসিতে প্রস্তাব পাঠানো হচ্ছে না।

আরও পড়ুন
তাদের দাবিপ্রক্রিয়াধীন ২৩ জনের সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব পিএসসিতে যেন দ্রুত সময়ে পাঠানো হয়।

তারা এসময় সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া ব্যক্তিদের সিনিয়র স্কেল দিতে অতিরিক্ত সচিবের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া উপসচিবের ৯টি শূন্য পদে পদোন্নতির বিষয়ে কথা বলেন। বিষয়টি এপিডি উইংয়ের এখতিয়ারাধীন বিধায় অতিরিক্ত সচিব বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে মন্ত্রণালয়ের অতিরিক্ত হিসেবে বিষয়ে এপিডি উইংয়ের সঙ্গে কথা বলার অনুরোধ জানান।



















পরবর্তীতে ঘোষিতব্য সময়সূচি অনুযায়ী সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি কর্মসূচির সমাপ্তি টানেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার