Logo
Logo
×

জাতীয়

ইজতেমা নিয়ে ছয়টি দাবি জানালেন শুরায়ী নেজাম অনুসারীরা

সরকারের পক্ষ থেকে ২৬ মার্চে করার প্রস্তাব

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

ইজতেমা নিয়ে ছয়টি দাবি জানালেন শুরায়ী নেজাম অনুসারীরা

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন তাবলিগ জামাতের শুরায়ী নেজাম দলের অন্যতম দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজাহারি।

তিনি বলেন, এবারের ইজতেমা ২৬ মার্চ করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ এসেছে। তবে সরকার নির্ধারিত তারিখে ইজতেমা আয়োজন করতে হলে ডিসেম্বরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা জরুরি।

সংবাদ সম্মেলনে মুফতি কেফায়েতুল্লাহ আজাহারি আরও বলেন, সাদপন্থিদের এবার টঙ্গী মাঠে ইজতেমা করার কোনো সুযোগ নেই। কারণ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গত ইজতেমায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এটাই হবে তাদের শেষ ইজতেমা।

তিনি ছয় দফা দাবির মধ্যে প্রধান কয়েকটি তুলে ধরেন, এবারের ইজতেমা ২৬ মার্চ করার অনুরোধ সরকারের পক্ষ থেকে এসেছে। সাদপন্থিদের টঙ্গী মাঠে ইজতেমা আয়োজনের সুযোগ না দেওয়া। সরকার নির্ধারিত তারিখে ইজতেমা করতে চাইলে ডিসেম্বরের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে। অস্থায়ীভাবে টঙ্গী ইজতেমা মাঠকে কেপিআই (Key Point Installation) হিসেবে ঘোষণা করতে হবে। দেশের বাইরে থেকে আগত মেহমানদের ভিসা প্রাপ্তি সহজ করতে হবে। সর্বশেষ ইজতেমায় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তির আওতায় আনা।

মুফতি কেফায়েতুল্লাহ আজাহারি বলেন, তাবলিগ জামাত বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। সরকারের সহযোগিতা ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত হলে এবারের ইজতেমা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে ইনশা’আল্লাহ। সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের বিভিন্ন পর্যায়ের শুরা সদস্য, আলেম ও প্রশাসনিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার