Logo
Logo
×

জাতীয়

পা পিছলে পড়ে গেলেন ট্রেনের নিচে, অতঃপর...

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

পা পিছলে পড়ে গেলেন ট্রেনের নিচে, অতঃপর...

গাজীপুরে শ্রীপুরে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত জালাল উদ্দীন মারা গেছেন। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটনা ঘটে। জালাল উদ্দীন (৪৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্টেশনের দুই লাইনে দুটি ট্রেন দাঁড়ানো ছিল এবং একই সঙ্গে দুটি ট্রেন ছাড়ে। হঠাৎ করে জালাল উদ্দীন এক নম্বর লাইনে দৌড়াতে থাকে। পা পিছলে চোখের পলকে পড়ে যায় ট্রেনের নিচে। এরপর জামালপুর কমিউটার ট্রেনটি তার উপর দিয়ে চলে যায়।

তারা আরও বলেন, ট্রেন চলে যাওয়ার পরপরই স্টেশনের লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হাসপাতালে তিনি স্বাভাবিকভাবে নিজের নাম-ঠিকানাও বলেছেন। সেখানে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

গফরগাঁও উপজেলার চর আগলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম দুলু বলেন, রাতেই তিনি মারা গেছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, রোববার রাত ৯টার পর গুরুতর আহত অবস্থায় কয়েকজন মানুষ জালাল উদ্দীন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা সংকটাপন্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, এমন ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। এ ছাড়া বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার