Logo
Logo
×

জাতীয়

ফেসবুকে ভিউ বাড়াতে শিক্ষকের কাণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম

ফেসবুকে ভিউ বাড়াতে শিক্ষকের কাণ্ড

ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য রামদা হাতে একটি ভিডিও করে তা আপলোড করেছেন এক শিক্ষক। রোববার (২ নভেম্বর) এ ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুরে। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, রাহাত হোসাইন শাকিল তার নিজস্ব ফেসবুক আইডিতে রামদা হাতে নিয়ে ধারণকৃত একটি ভিডিও রোববার বিকালে আপলোড করেন। সেই ভিডিও নেটিজনদের মাঝে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সিংহভাগ নেটিজেন সমালোচনার ঝড় তুলেন।

তিনি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পৌর শহরের নিমতলী মহল্লার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন চুন্নুর পুত্র।

ধারণ করা সেই ভিডিওতে তিনি বলেন, ‘আমিও প্রস্তুত আছি এবং ঠাণ্ডা মাথায় কথাগুলো বলছি। যেখানে আজ আব্বাই নেই, সেখানে মাথা রাখার ঠাঁই না থাকাটাই স্বাভাবিক। আল্লাহ ভরসা।’

ভিডিওর বিষয়ে জানতে শিক্ষক রাহাত হোসেন শাকিলের সঙ্গে যোগাযোগ করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে তার স্ত্রী সুমি আক্তার জানান, ফেসবুক মনিটাইজেশন পেলেও সে লাইক-কমেন্ট পাচ্ছিল না। তাই মজা করেই এ ভিডিও করেছিল। যাতে ভিউ বাড়ে। যখন সমালোচনা শুরু হয় তখনই পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার সাংবাদিকদের বলেন, রাহাত হোসাইন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার তিনি ছুটি নিয়েছেন। কেন এমন ভিডিও করলেন, তা জানা নেই।

উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে শিক্ষকদের বিধিনিষেধ আছে। তিনি ইচ্ছা করলেই এমন ভিডিও দিতে পারেন না। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, বিষয়টি তাৎক্ষণিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার