Logo
Logo
×

জাতীয়

সোমবারের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের প্রক্রিয়া শুরু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

সোমবারের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের প্রক্রিয়া শুরু

আগামীকাল সোমবারের (৩ নভেম্বর) মধ্যে অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া শুরুর ব্যাপারে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২ নভেম্বর) ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। দুপুরে তারা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশি বাধার মুখোমুখি হয়। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনার জন্য যায়। সেখান থেকে ফিরে এসে এ ঘোষণা দেন তারা। 

তবে, এতে অসন্তোষ জানিয়েছেন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার