বাড্ডায় মিললো মাদরাসার বুয়া ও কেয়ারটেকারের গলিত মরদেহ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার একটি ভবন থেকে দুজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী।
পুলিশ বলছে, ওই ভবনের তিন তলায় একটি মাদরাসা রয়েছে। সেখানে বুয়ার কাজ করতেন ভুক্তভোগী নারী, ভুক্তভোগী পুুুরুষটি ছিলেন সেখানকার কেয়ারটেকার। ভবনের নিচ তলার একটি বন্ধ ফ্যাক্টরি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (২ নভেম্বর) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিবুর রহমান বলেন, আমরা বেলা ১১টার দিকে মরদেহগুলো উদ্ধার করেছি। এখানে সিআইডির ক্রাইম টিম আসছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
তিনি বলেন, তিনতলা ওই ভবনের ওপর তলায় একটি মাদরাসা ভাড়া দেওয়া আছে। আর নিচ তলায় একটি ফ্যাক্টরি; যেটি প্রায় ৮-১০ বছর ধরে বন্ধ পড়ে আছে। নিহত নারী ওই মাদরাসায় বুয়ার কাজ করতেন, পুরুষটি ছিলেন সেখানকার কেয়ারটেকার।
ভুক্তভোগীদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, নিহত পুরুষটির নাম আশরাফুল, বয়স আনুমানিক ২৮-৩০ বছর। নারীটির নাম মনে নেই, বয়স ২৫ বছর হবে।
নিহত দুজনই যেহেতু ওই ভবনের মাদরাসায় কাজ করতেন, তাদের অনুপস্থিতিতে মাদরাসা কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়ে থানায় কোনো অভিযোগ দিয়েছিল কি না- জানতে চাইলে ওসি হাবিবুর বলেন, ‘না, মাদরাসা থেকে তাদের নিখোঁজের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা জিডি করা হয়নি। তবে ভুক্তভোগী নারীর মা বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।’
পুলিশ বলছে, ওই ভবনের তিন তলায় একটি মাদরাসা রয়েছে। সেখানে বুয়ার কাজ করতেন ভুক্তভোগী নারী, ভুক্তভোগী পুুুরুষটি ছিলেন সেখানকার কেয়ারটেকার। ভবনের নিচ তলার একটি বন্ধ ফ্যাক্টরি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (২ নভেম্বর) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিবুর রহমান বলেন, আমরা বেলা ১১টার দিকে মরদেহগুলো উদ্ধার করেছি। এখানে সিআইডির ক্রাইম টিম আসছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
তিনি বলেন, তিনতলা ওই ভবনের ওপর তলায় একটি মাদরাসা ভাড়া দেওয়া আছে। আর নিচ তলায় একটি ফ্যাক্টরি; যেটি প্রায় ৮-১০ বছর ধরে বন্ধ পড়ে আছে। নিহত নারী ওই মাদরাসায় বুয়ার কাজ করতেন, পুরুষটি ছিলেন সেখানকার কেয়ারটেকার।
ভুক্তভোগীদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, নিহত পুরুষটির নাম আশরাফুল, বয়স আনুমানিক ২৮-৩০ বছর। নারীটির নাম মনে নেই, বয়স ২৫ বছর হবে।
নিহত দুজনই যেহেতু ওই ভবনের মাদরাসায় কাজ করতেন, তাদের অনুপস্থিতিতে মাদরাসা কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়ে থানায় কোনো অভিযোগ দিয়েছিল কি না- জানতে চাইলে ওসি হাবিবুর বলেন, ‘না, মাদরাসা থেকে তাদের নিখোঁজের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা জিডি করা হয়নি। তবে ভুক্তভোগী নারীর মা বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।’