Logo
Logo
×

জাতীয়

আমিরাতে ৪২ লাখ টাকার লটারি জেতা কে এই প্রবাসী বাংলাদেশি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম

আমিরাতে ৪২ লাখ টাকার লটারি জেতা কে এই প্রবাসী বাংলাদেশি?

দুই বছর ধরে ধৈর্য ধরে চেষ্টা করে অবশেষে ভাগ্য খুলেছে মোহাম্মদ হায়দার আলির। ৩১ বছর বয়সী এই বাংলাদেশি বিক্রয়কর্মী জিতেছেন ‘বিগ টিকিট’–এর সাপ্তাহিক ই-ড্রয়ের সিরিজ ২৮০–এ ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার। এর বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৪২ লাখ টাকার সমান।

হায়দার আলি গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আল আইনে থাকেন। একটি ইলেকট্রনিকস দোকানে কাজ করেন তিনি, দেশে থাকা পরিবারের খরচ চালানোর জন্য। দুই বছর আগে বিগ টিকিটের সেলস টিমের ফোন কলেই তার শুরু হয় এই যাত্রা। এরপর থেকে নিয়মিত টিকিট কিনতে থাকেন তিনি, কখনো নিজের নামে, কখনো বন্ধুর নামে। চার-পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে মিলে প্রতি মাসেই তারা টিকিট কিনতেন ভাগ্যের আশায়।

অবশেষে সেই আশাই পূরণ হলো। লাইভ ড্র চলাকালে উপস্থাপক রিচার্ড যখন ফোনে জানালেন জয়ী হয়েছেন, তখন হতবাক হয়ে যান হায়দার আলি। অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, ‘কত গ্রাম? ২৪ ক্যারেট? ঠিক আছে!’ 

এরপর ফোনটা বন্ধুর হাতে দেন যাচাই করার জন্য যে এটা সত্যি কি না। কিন্তু রিচার্ড যখন ‘বিগ টিকিট’–এর নাম বলেন, তখনই আনন্দে ফেটে পড়েন তারা। টিকিট নম্বর ছিল ৩২১০৮০।

পুরস্কারের মূল্য শুনে হায়দারের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। তিনি বলেন, ‘আমি খুব খুশি। এটা আমার জন্য বড় এক চমক।’ এখনো ঠিক করেননি কীভাবে এই সোনা ব্যবহার করবেন, তবে এই জয় তার মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। তিনি আরও বলেন, ‘এই জয় আমাকে অনুপ্রাণিত করেছে, আমি এখন থেকে প্রতি মাসেই খেলব।’

বিগ টিকিট প্রসঙ্গে হায়দার আলি বলেন, ‘এটা খুব ভালো একটা কোম্পানি। প্রক্রিয়াটাও সহজ।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার