Logo
Logo
×

জাতীয়

ওসমানীতে বোর্ডিং ব্রিজে ফ্লাইটের ধাক্কা, ৫ ঘণ্টা পর ছাড়ল বিমান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ এএম

ওসমানীতে বোর্ডিং ব্রিজে ফ্লাইটের ধাক্কা, ৫ ঘণ্টা পর ছাড়ল বিমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়।

দুর্ঘটনার সাড়ে ৫ ঘণ্টা পর সিলেট থেকে ছেড়ে গেছে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি। বুধবার বিকাল ৪টা ১০ মিনিটের সময় বিকল্প উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

এর কিছুক্ষণ পরে দুর্ঘটনাকবলিত বিমানটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

লন্ডনগামী ফ্লাইট সিলেট ছাড়ার তথ্য জানিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছে।

তিনি বলেন, দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও লন্ডনের ফ্লাইটটি দীর্ঘ হওয়ায় বিমানটিকে পর্যবেক্ষণ করা হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ এনে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বিকাল ৪টা ১০ মিনিটে সিলেট ছেড়ে যায় ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার