Logo
Logo
×

জাতীয়

বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০৪ এএম

বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য

বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা আহমদ বৃটেনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফল পুরো বাংলাদেশি কমিউনিটি বিশেষ করে যুক্তরাজ্য বসবাসরত সিলেটিদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

জানা যায়, গতকাল (২২ অক্টোবর ২০২৫) প্রকাশিত ফলাফলে তাহমিনা আহমদ বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির কুইন মেরী থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমএসসি’তে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন।

গত বছর একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি (অনার্স) ডিগ্রিতেও তিনি প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। ডিগ্রির প্রতিটি একাডেমিক বর্ষে তার গড়ে মার্কস ছিল ফার্স্ট ক্লাসের উপরে। তাছাড়া প্রতি বর্ষে কয়েকটি সাবজেক্টে তিনি তার ডিপার্টমেন্টের মধ্যে অত্যন্ত উঁচু ও রেকর্ড পরিমাণ মার্কস পেয়েছিলেন।

তাহমিনা তার ডিগ্রির প্রথম বর্ষে ইকোনোমিকস ফর বিজনেস বিষয়ে মার্কস পেয়েছিলেন ৯০ শতাংশ, ফান্ডামেন্টালস ফর বিজনেস স্টাডিজ এন্ড স্কিলস মডিউলে পেয়েছিলেন যথাক্রমে ৯৮, ৮৬.৬ ও ৮১ শতাংশ এবং ক্যারেন্ট চ্যালেঞ্জ ইন বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে গ্রোপ প্রেজেন্টেশনে পেয়েছিলেন ৮০ শতাংশ মার্কস। দ্বিতীয় বর্ষে বিজনেস ল’তে পেয়েছিলেন ৮৪.৯ শতাংশ এবং অপারেশন্স ম্যানেজমেন্টে পেয়েছিলেন ৮১ শতাংশ। তৃতীয় ও শেষ বর্ষে ম্যানেজিং ডাইভার্সিটি বিষয়ে মার্কস পেয়েছিলেন ৭৯ শতাংশ, স্ট্র্যাটিজিক এনালাইসিস এন্ড প্র্যাকটিস সাবজেক্টে পেয়েছিলেন ৮৩ শতাংশ ও এমপ্লয়মেন্ট রিলেসন্সে পেয়েছিলেন ৯০ শতাংশ। 

লন্ডনে জন্ম নেওয়া তাহমিনা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বৃটেনের আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, লেখক ও নিউহ্যাম কাউন্সিলের টানা তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ ও কবি মিসেস সালমা আহমদের তৃতীয় সন্তান।

ছোটবেলা থেকে প্রখর মেধাবী, পরিশ্রমী ছাত্রী ছিলেন তাহমিনা আহমদ। তাহমিনার বড় বোন তাসনিয়া আহমদ ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টর থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করার পর রোহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে পিজিসিই সম্পন্ন করে একটি সেকেন্ডারী স্কুলে কোয়ালিফাইড শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। তার মেঝো বোন ফারহানা আহমদ লন্ডন ইউনিভার্সিটির সিটি ল’ স্কুল থেকে এলএলবি (অনার্স) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার পর একই ল’ স্কুল থেকে এলএলএম ডিগ্রি ও বার-এট-ল কৃতিত্বের সাথে পাস করে অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হোন। তার ছোট ভাই ইউসিএল-এ বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ও একেবারে ছোট ভাই বৃটেনের অন্যতম সেরা সেকেন্ডারী স্কুল ও সিক্সথ ফরম ব্রামটন মেনর একাডেমিতে পড়াশুনা করছেন।

উল্লেখ্য, তাহমিনার পিতা ব্যারিস্টার নাজির আহমদও একই ইউনিভার্সিটি থেকে ২৮ বছর আগে এলএলবি (অনার্স) ডিগ্রি ও পরবর্তিতে এলএলএম ডিগ্রি সম্পন্ন করে বার-এট-ল কোর্সের ফলাফলে শীর্ষে অবস্থান করে লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হোন।

এক প্রতিক্রিয়ায় তাহমিনা আহমদ বলেন, “প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের প্রতি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতামাতা ও শিক্ষকমন্ডলী ও বড় বোনদের প্রতি যাদের সাপোর্ট, সহায়তা ও গাইডেন্স আমাকে এই ফলাফল আনতে উদ্বুদ্ধ করেছে। আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে চাই।”

তাহমিনার স্বপ্ন ভবিষ্যতে মাল্টিন্যাশনাল কোম্পানি বা বৃটিশ সিভিল সার্ভিসের উচ্চ পর্যায়ে কাজ করা অথবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা। তিনি সকলের দোয়া কামনা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার