পে স্কেল নিয়ে আরও ১০ সংগঠনের সঙ্গে বসছে কমিশন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম
সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত পে স্কেল নিয়ে আরও ১০ সংগঠনের সঙ্গে বসছে জাতীয় বেতন কমিশন, ২০২৫। আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ের (ভবন নম্বর ১, ৪র্থ তলা) অনুষ্ঠিত হবে। সভায় সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের অংশগ্রহণের লক্ষ্যে সচিবালয়ের প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করা হলো।
সংগঠন, অ্যাসোসিয়েশন ও সমিতিগুলো হলো- বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন; বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ; বাংলাদেশে তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি; বাংলাদেশ চতুর্থ শেণী সরকারি কর্মচারী সমিতি; বিবিএস কর্মচারী কেন্দ্রিয় পরিষদ; বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটি; বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ); বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি এবং বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি।