
ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশন। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন।
আরও পড়ুন
বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না।’
তিনি আরও বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।
’ এ সময় তিনি যেকোনো ক্রাইসিস ট্যাকেল করার মানসিকতা থাকার পরামর্শ দেন।