বাংলাদেশিদের জন্য কাতারের শ্রমবাজার বন্ধের বিষয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০২:৪৬ এএম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ কতিপয় সংবাদমাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি একেবারেই গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রবাসী মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কর্মী পাঠানোর বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা লক্ষ করা গেছে। আসলে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
প্রবাসী মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ধরনের মিথ্যা তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ। তাই দেশবাসীকে এ ধরনের অসত্য তথ্য এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বাস্তবে কাতারের শ্রমবাজার সক্রিয় ও স্বাভাবিকভাবে চলমান রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী কাতারে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।