‘সর্বোচ্চ চার বিষয়ে অকৃতকার্যরা ২০২৬’র এসএসসি দিতে পারবেন’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪১ এএম

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ চার বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীরা ২০২৬ সালের বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেন। শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে পাস করলেই সনদ পাবেন তারা।
এ ছাড়া ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু পরীক্ষা দেননি, তারাও এবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করতে হবে তাদের।
সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সারা দেশের ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ব্যাচের পুরোনো শিক্ষার্থীরা ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন। শুধু নিয়মিত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেবেন।’
সোমবার এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ২০২৫ সালের শিক্ষার্থীরা। এজন্য ৩ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে সাদা কাগজে আবেদন করতে হবে।
এ ছাড়াও ২০২২-২৩ শিক্ষাবর্ষ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী যেসব শিক্ষার্থী ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেননি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারাও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
২০২১-২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ কিন্তু এখনো চতুর্থ বিষয় বাদে এক বিষয়ে অকৃতকার্য আছেন, বিশেষ বিবেচনায় তাদের রেজিস্ট্রেশনের মেয়াদও এক বছরের জন্য নবায়নের সুযোগ দিচ্ছে বোর্ড। রেজিস্ট্রেশনের মেয়াদ নবায়ন করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে তাদের।
সবাইকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে। ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেওয়া বিষয়ের জিপি’র সঙ্গে আগের জিপি যোগ করে তাদের জিপিএ নির্ধারণ করা হবে।
এ ছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন কিন্তু জিপিএ ৫ পাননি, তারাও মানোন্নয়নের জন্য ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাদের জিপিএ বাড়লে তা ফলাফল হিসেবে গ্রহণ করা হবে। নইলে আগের জিপিএ বহাল থাকবে।