Logo
Logo
×

জাতীয়

মঙ্গলবার আন্দোলনের ডাক এইচএসসিতে উত্তীর্ণদের একাংশের

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৪ এএম

মঙ্গলবার আন্দোলনের ডাক এইচএসসিতে উত্তীর্ণদের একাংশের

সাপ্লিমেন্টারি পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ। পরীক্ষায় ফেল করা ও আশানুরুপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষাবোর্ডের সামনে গণজমায়েত করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে তারা ফেসবুকে ব্যক্তিগত আইডি ও বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচার চালাচ্ছেন।

এছাড়াও রোববার (২০ অক্টোবর) আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচএসসি শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা; বোর্ড চ্যালেঞ্জে খাতা পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা এবং ১০০ নম্বরের সব অংশ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) রিচেক করা; ফেল করা বিষয়ের নম্বর সব অংশসহ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাসের ব্যবস্থা করা।

এর আগে, গত ১৯ অক্টোবর আন্দোলনের ডাক দিলেও তাদের কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছর ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর চেয়ে কম পাসের হার ছিল ২১ বছর আগে ২০০৪ খ্রিষ্টাব্দের, সে বছর পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ পরীক্ষার্থী। এবার শুধু পাসের হার নয়, জিপিএ ফাইভসহ ফলের সব সূচকেই ধস নেমেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফলে রেকর্ড পরিমাণে ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গতবারের চেয়ে প্রায় ২৪ শতাংশ কম। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। এবারের ফলাফলে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে কুমিল্লা বোর্ডে। সেখানে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ।

সব বোর্ডের ফল ধসের রেকর্ড ছাড়িয়েছে কারিগরি শিক্ষাবোর্ডে। এ বোর্ডে এবার পাসের হার কমেছে ২৬ শতাংশের বেশি। সেখানে পাস করেছে ৬২ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ০৯ শতাংশ।

শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এবারের এইচএসসির ৯টি বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি। যা ৭৮ দশমিক ৭২ শতাংশ, যা গতবার ছিল ৯১ দশমিক ৩৩ শতাংশ। এবার ব্যবসায় শিক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৫৮ শতাংশ, আর মানবিকে সবচেয়ে কম ৪৮ দশমিক ২৩ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার