Logo
Logo
×

জাতীয়

‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের যে সুখবর দিল সরকার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০২:৫৭ এএম

‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের যে সুখবর দিল সরকার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যাক্তিদের পরিবারের সন্তানেরা সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পেতে যাচ্ছে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২১ সেপ্টেম্বর একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে। সেজন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার