Logo
Logo
×

জাতীয়

দীপাবলি উপলক্ষ্যে ৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম

দীপাবলি উপলক্ষ্যে ৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

ভারতের হরিয়ানা রাজ্যের চণ্ডীগড়ে দীপাবলী উৎসব উপলক্ষে ব্যতিক্রমী এক উদাহরণ তৈরি করেছেন একটি কোম্পানির মালিক। ‘মিটস হেলথকেয়ার’ নামের প্রতিষ্ঠানটির কর্ণধার এম কে ভাটিয়া এবার ৫১ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন।

কোম্পানির সদর দপ্তর চণ্ডীগড়ের পঞ্চকুলা এলাকায়। এম কে ভাটিয়া শুধু ব্যবসায়ী নন, সমাজসেবী হিসেবেও পরিচিত। তার প্রতিষ্ঠান মিটস হেলথকেয়ার ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং স্বাস্থ্যসেবা–সংক্রান্ত বিভিন্ন পণ্য উৎপাদন করে।

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড ইনে পোস্ট করা এক বার্তায় কর্মীদের গাড়ি উপহার দেওয়ার তথ্য এম কে ভাটিয়া নিজেই নিশ্চিত করেছেন। বিভিন্ন কর্মী গাড়ি চাবি হস্তান্তরের ছবিও লিঙ্কড ইন পোস্টে শেয়ার করেছেন তিনি।

কর্মীদের উপহার হিসেবে যেসব গাড়ি দেওয়া হয়েছে, সেগুলো ভারতীয় নির্মাতা টাটার তৈরি ‘টাটা পাঞ্চ’ মডেলের এসইউভি।

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে এম কে ভাটিয়া জানিয়েছেন, এটি তার প্রথম এমন উদ্যোগ নয়—২০২৩ ও ২০২৪ সালেও দীপাবলিতে তিনি কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়েছিলেন।

তবে গত দুই বছর প্রতি বছর ১৫ জন করে কর্মী এই উপহার পেয়েছিলেন। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫১-তে উন্নীত করা হয়েছে। গত দুই বছরেও কর্মীদের উপহার হিসেবে টাটা পাঞ্চ এসইউভি মডেলের গাড়িই দেওয়া হয়েছিল।

লিঙ্কডইনে দেওয়া পোস্টে এম কে ভাটিয়া জানিয়েছেন, এই উপহারের জন্য বাছাই করা হয়েছে কোম্পানির সবচেয়ে নিবেদিতপ্রাণ কর্মীদের।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কখনোই তাদের কর্মী বা স্টাফ বলে ডাকিনি—তারা আমার এবং আমার পরিবারের জীবনে এক একজন রকস্টার, এক একজন সেলিব্রিটি। তারা আমাদের জীবনকে একেবারে ব্লকবাস্টার করে তুলেছে।’

এম কে ভাটিয়ার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। হাজারো নেটিজেন তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার