Logo
Logo
×

জাতীয়

৫০০ ভরি স্বর্ণ চুরি: ৩ আসামি দুই দিনের রিমান্ডে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম

৫০০ ভরি স্বর্ণ চুরি: ৩ আসামি দুই দিনের রিমান্ডে

ঢাকার মৌচাকের ফরচুন শপিংমলের সম্পা জুয়েলার্সের ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া'র আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও তার অনিতা রায় (৩১)।

এর আগে, গত ১৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা বিভাগের লালবাগ জোনের উপপরিদর্শক কৃষ্ণ কুমার দাস তিন আসামির প্রত্যেকের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য এদিন রোববার তারিখ ধার্য করেন। 

শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এই বিরোধীতা করে। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ৮ অক্টোবর রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি ও তার কর্মচারীরা বাসায় যান। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন দোকানে কোনো স্বর্ণালংকার নেই।

বাদীর দাবি, দোকানে ৫০০ ভরি স্বর্ণালংকার ছিল, এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার। ওই ঘটনায় গত ৯ অক্টোবর শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানা মামলাটি দায়ের করেন।

গত ১৬ অক্টোবর দুপুরে শাহিনকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে বাকি তিন আসামিকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পরদিন এই মামলায় শাহিন মাতব্বর ওরফে শাহিন (৪৬) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর তিনজনকে কারাগারে পাঠানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার