Logo
Logo
×

জাতীয়

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যৌন হয়রানির অভিযোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যৌন হয়রানির অভিযোগ

ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণময়ী। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন তিনি। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় ফাঁস দেন তিনি।

পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার