Logo
Logo
×

জাতীয়

কুমিল্লা ও ফরিদপুর বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে কবে?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২২ পিএম

কুমিল্লা ও ফরিদপুর বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে কবে?

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব তৈরি হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি; সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর বৈঠকে। 

নিকার বৈঠকে অনুমোদন পেলে প্রস্তাবটি কার্যকর হবে। তবে বৈঠক কবে অনুষ্ঠিত হবে বা আসন্ন নির্বাচনের আগে তা হওয়ার সম্ভাবনা আছে কি না- এখনও নিশ্চিত নয়। 

প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে থাকবে- ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা। এছাড়া, কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত করা হবে- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা।

অন্যদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা এবং কক্সবাজারের মাতারবাড়ীতে নতুন থানা স্থাপনের প্রস্তাবও দিয়েছে সচিব কমিটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার