আবুধাবিতে বাংলাদেশি প্রবাসী আলীর ভাগ্য খুলল

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম
যুক্ত আরব আমিরাতে দুই দশক ধরে কাজ করা এক বাংলাদেশি প্রবাসীর জীবনে এসেছে আনন্দের মুহূর্ত। তিনি বিগ টিকিটের সিরিজ ২৭৯-এর সাপ্তাহিক ড্রতে জিতে নিয়েছেন ৫০,০০০ দিরহাম। তিনি হলেন ৩৫ বছর বয়সী আলী হুসাইন মোসন আলী। আবুধাবিভিত্তিক এক পরিশ্রমী শ্রমিক তিনি।
দীর্ঘদিন ৩১ বন্ধু মিলে এই লটারিতে অংশ নিচ্ছিলেন। এবারও নিয়েছেন। তাতেই কেল্লাফতে। এবার তারা পুরস্কারের অর্থ সবাই সমান ভাগ করে নিয়েছেন। ১২ বছর ধরে নিয়মিতভাবে প্রতি মাসে বিগ টিকিট কিনে আসা আলীর জন্য এই জয় নিঃসন্দেহে এক আশীর্বাদ। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।
এর আগে কয়েকজন বাংলাদেশি বিগ টিকিট লটারি জিতেছেন। তিনি তাদের গ্রুপের কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পাওয়ার পর আলী বলেন, জয়ের খবর শুনে আমি ভীষণ খুশি হয়েছি। এটা হয়তো খুব বড় পুরস্কার নয়। কিন্তু আমার পরিবার, আমার গ্রুপের সদস্য এবং তাদের পরিবারের জন্য এটি আনন্দ উদযাপনের একটি মুহূর্ত। আলী জানান, এই খবরে শুধু তার আবুধাবির গ্রুপেই নয়, দেশে থাকা পরিবারের মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়েছে।
গ্রুপটি জানিয়েছে, তারা পুরস্কারের টাকা সমানভাবে ভাগ করবে এবং এর একটি অংশ পুনরায় বিনিয়োগ করবে ভবিষ্যতের বিগ টিকিট ড্র-তে ভাগ্য পরীক্ষা করার জন্য। আলী বলেন, আমরা সবাই অত্যন্ত খুশি ও উৎসাহিত ভবিষ্যতের ড্রগুলোতে অংশ নিতে। আমরা নগদ পুরস্কার সমানভাবে ভাগ করব এবং সেই টাকা দিয়ে আরও বিগ টিকিট কিনব।