কফিনে করে ওমান থেকে দেশে এলেন সেই ৮ বাংলাদেশি

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০২:৫৮ এএম

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো পৌঁছায়।
পরবর্তীতে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এসময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।
নিহত ব্যক্তিরা হলেন আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮), মোশারফ হোসেন রনি (২৬) ও আলাউদ্দিন।
জানা গেছে, নিহতরা সবাই ওমানে মাছ শিকার করতেন। তাদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। আরেকজনের বাড়ি রাউজান উপজেলায়। গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, রোববার সকাল সোয়া ৯টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়সংলগ্ন পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে সাত প্রবাসীর জানাজার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।