Logo
Logo
×

জাতীয়

বিমানযাত্রীদের যেভাবে ঢাকায় ফেরানো হবে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম

বিমানযাত্রীদের যেভাবে ঢাকায় ফেরানো হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে।

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হলে তাদের উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হবে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। 

এছাড়া রাত ৯টা থেকে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করার কথা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।

মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার কারণে ঢাকায় ফ্লাইট অবতরণ সম্ভব হয়নি। ফ্লাইটগুলো চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় পাঠানো হয়েছে। বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হলে উড়োজাহাজে করে তাদের ঢাকায় আনা হবে। 

এদিকে শনিবার (১৮ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

তিনি বলেছেন, আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এ মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব।

জানা যায়, এ পর্যন্ত আটটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় জানানো হয়, সর্বমোট আটটি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট এখন পর্যন্ত ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো আরেক বার্তায় জানানো হয়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাঙ্কক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। এ ছাড়া দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। রিয়াদ থেকে আসা ফ্লাইটটি বিকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে আজ দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার