জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৪ মামলায় ৯০০ জনকে আসামি

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় ৯০০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার ডিএমপির শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সবগুলো মামলার বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট। বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। এসব মামলায় অজ্ঞাত পরিচয়ে প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে।’