Logo
Logo
×

জাতীয়

সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম

সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

তিন দফা দাবিতে আন্দোলনরত 'জুলাই যোদ্ধা'দের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

সকাল থেকে ৩ দাবিতে অনুষ্ঠানস্থলে হাজির হয়ে বিক্ষোভ করছেন শতাধিক 'জুলাই যোদ্ধা'। দুপুর দেড়টা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত, সকালে যেসব 'জুলাই যোদ্ধা' জোর করে সংসদ চত্বরে ঢুকেছিলেন, তাদের অনুষ্ঠানস্থল থেকে ধাওয়া দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। 

এই ঘটনার পর আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সংসদ ভবনের সামনের সড়ক মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়ে থাকা পুলিশের বাস ভাঙচুর করেন। ফলে পুরো এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সকাল ১০টার দিকে পুলিশের বাধা অতিক্রম করে তারা প্রধান ফটক ও দেয়াল টপকে জাতীয় সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েন। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একপর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। অনেকে বসে পড়েন অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে। সেখানে তিন দাবিতে অবস্থান গ্রহণ করেন তারা। 

তাদের তিন দাবি হলো—জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে এবং সুরক্ষা আইনসহ দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

ক্ষোভে মানিক মিয়া এভিনিউতে বাস ভাংচুর করেন বাইরে থাকা আন্দোলনকারীরা। 

তবে সকালে 'জুলাই যোদ্ধাদের' একটি দল সংসদ ভবনে প্রবেশ করতে পারলেও আরেকটি দলকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপরেই প্রবেশে ব্যর্থ হওয়ারা সংসদের ১২ নম্বর গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ করতে থাকেন।

তারা বলেন, 'আমাদের রক্তের বিনিময়ে এক গ্রুপ দেশ ছেড়ে পালিয়েছে। এক গ্রুপকে ক্ষমতায় বসিয়েছে। এজন্য তারা এই সংসদে আসতে পেরেছে। এখন তারা আমাদের এখানে ঢুকতে দিচ্ছে না। আমরা যদি আবার রক্ত দিই, তাহলে কিন্তু এরাও টিকবে না। আমাদের কেন জাতীয় সংসদে ঢুকতে তাদের কাছ থেকে পাশ নিতে হবে।'

বর্তমানে গেটের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য ও পুলিশের বিশেষ ইউনিট 'সোয়াট' মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা 'জুলাই যোদ্ধাদের' সঙ্গে কথা বলছেন এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানস্থল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে 'জুলাই যোদ্ধাদের' শান্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার