ফটক টপকে মঞ্চে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার সকাল সাড়ে ১০টার পর তারা জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন। বৃহস্পতিবার রাত থেকেই তারা সংসদ ভবনের সামনে অবস্থান করেছেন। ফটক টপকে ভেতরে ঢুকে তারা মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েছেন। এরপর তাদেরই একজন প্রতিনিধি শান্ত হবার অনুরোধ করেন।
ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তারা এখন মঞ্চে অবস্থান করছেন।
তারা অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহতদের বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ ৩ দফা দাবিতে অবস্থান নিয়েছেন। তাদের অন্য দুই দাবি- আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ সাত মাস সংলাপের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। শুক্রবার বিকেল ৪টায় জমকালো অনুষ্ঠানে সংলাপে অংশ নেয়া দলগুলোর প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা রয়েছে। এ জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
কিন্তু বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তির নিশ্চয়তা, নোট অব ডিসেন্টসহ (আপত্তি) কয়েকটি বিষয় অমীমাংসিত থেকে যাওয়ায় শেষ পর্যন্ত জুলাই সনদে সব দলের স্বাক্ষর করা নিয়ে সংশয় ও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এরই মধ্যে বাস্তবায়ন আদেশ ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোট অব ডিসেন্টসহ সনদে সই করবে না বলে জানিয়েছে চার বাম দল।
জামায়াতে ইসলামী বলেছে, তারা অনুষ্ঠানে যাবে, কিন্তু সনদে সই করবে কি না, সেই সিদ্ধান্ত নেয়নি। বাস্তবায়নের সুপারিশ দেখেই সনদে স্বাক্ষর করবে তারা। আর বিএনপি জুড়ে দিয়েছে অঙ্গীকারনামায় নোট অব ডিসেন্ট যুক্ত করার শর্ত।