Logo
Logo
×

জাতীয়

এইচএসসিতে অকৃতকার্য মারুফা; খাতা পুনর্নিরীক্ষণের উদ্যোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম

এইচএসসিতে অকৃতকার্য মারুফা; খাতা পুনর্নিরীক্ষণের উদ্যোগ

আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের তারকা পেসার মারুফা আক্তার। তবে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বাকি সব বিষয়ে পাস করলেও ভুগোলে তিনি অকৃতকার্য হয়েছেন।

বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, ‘মারুফা আমাদেরকে জানিয়েছে, ভূগোল পরীক্ষা খারাপ দেয়নি সে। তাই আমরা কলেজের পক্ষ থেকে মারুফার ভূগোল পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষার জন্য আবেদন করব। এরপর দেখা যাক, নতুন ফলে কী আসে।’

বিকেএসপি থেকে এবার পরীক্ষা দিয়েছে মোট ১৫৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪৭ জন। যেখানে পাসের হার ৯৪.২৩ শতাংশ। ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি পেসার মারুফা মৃধা জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন ৪.০৮ পয়েন্ট। চোটাক্রান্ত পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণও কৃতকার্য হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার