Logo
Logo
×

জাতীয়

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত হোসেনসহ গ্রেপ্তার ৯

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত হোসেনসহ গ্রেপ্তার ৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই নয়জনকে গ্রেপ্তারের খবর জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

তবে তাদের কোন মামলায় বা কোন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অন্য নেতাদের মতো সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আত্মগোপনে চলে যান। আড়ালেই ছিলেন তার পরিবারের সদস্যরাও। এরই মধ্যে ছোট ভাই শাহাদাত হোসেনের গ্রেপ্তারের খবর এল।

গত বছরের মে মাসে সারাদেশে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হন শাহাদাত হোসেন। বিষয় নিয়ে ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে মনোমালিন্যও হয় তার। সেসময় ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিতে শোনা যায় তাকে। যদিও সে নির্বাচনে হেরে জামানত খুইয়েছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার