Logo
Logo
×

জাতীয়

চাকসু নির্বাচনে সাদিক কায়েমের ভাই আয়াজ বিজয়ী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩০ এএম

চাকসু নির্বাচনে সাদিক কায়েমের ভাই আয়াজ বিজয়ী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে হল সংসদে বিজয়ী হয়েছেন ঢাবির ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদে তিনি বিজয়ী হয়েছেন। 

আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলেরই আবাসিক শিক্ষার্থী।

উল্লেখ্য, ডাকসুর ভিপি নির্বাচিত হওয়া সাদিক কায়েমের পরিবার বসবাস করছে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে। তবে তার বাবা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। বাবা পেশায় কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার সূত্রে প্রায় ৪০ বছর আগে খাগড়াছড়িতে স্থায়ী হন তিনি। আবু আয়াজ সাদিক কায়েমের একমাত্র ছোট ভাই। এ ছাড়া তাদের আরও তিন বোন রয়েছে।

এদিকে চাকসুতে ভিপি পদে ৭ হাজার ২২১ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন রনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন মাত্র ৪ হাজার  ৮৫ ভোট পেয়েছেন। জিএস পদে সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোট বিজয়ী হয়েছেন। ছাত্রদলের শাফায়াত পেয়েছেন মাত্র ২ হাজার ৪৩৩ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৩১ এগিয়ে আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার