Logo
Logo
×

জাতীয়

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:০১ এএম

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

কঙ্গো শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটে পুলিশের সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। 

সম্প্রতি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের অবশিষ্ট কনটিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শাহাদত হোসেন।

আরও পড়ুন
তবে এক কর্মকর্তা যুগান্তরকে জানান, বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে। এখানে পুলিশের কিছুই করার নেই। 

জানা গেছে, ফেরতের নির্দেশ পাওয়া ১৮০ সদস্যের কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। নভেম্বরের মধ্যে তারা দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে তারা সেখানে যোগ দেন। এক পুলিশ কর্মকর্তা জানান, আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে কোনো চিঠি দেওয়া হয়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার