ভারতীয় নাগরিকের প্রেমের টানে পালাচ্ছিলেন বাংলাদেশি তরুণী, অতঃপর...

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:২১ পিএম

ভারতীয় নাগরিকের প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসা তরুণীকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ভারতীয় নাগরিক পরিচয় দেওয়া ওই যুবক সটকে পড়েন।
র্যাব জানায়, রেজাউল করিম নামে ওই ব্যক্তি প্রতারক। সে মানব পাচারকারী দলের সদস্য। উদ্ধার হওয়া তরুণীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতের আসাম রাজ্যের রেজাউল করিমের সঙ্গে বাংলাদেশের নাগরিক সুনামগঞ্জ জেলার সদর উপজেলার হাসাননগর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড় ওঠে। একপর্যায় প্রতারক ও মানবপাচারকারী রেজাউল করিম কৌশল বিয়ের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তরুণীকে গত ১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন।
ওই তরুণীকে খুঁজে না পেয়ে তার বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করন। এর পরিপ্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩ সুনামগঞ্জ একটি যৌথ অভিযান চালায়। অভিযানকালে মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ঘাটিয়ারা এলাকার হোটেল থেকে তরুণীকে উদ্ধার করা হয়।