Logo
Logo
×

জাতীয়

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:২০ পিএম

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত মাসেও খালেদা জিয়াকে শারীরিক জটিলতার কারণে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরেই লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় বিশ্রামে রয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার