Logo
Logo
×

জাতীয়

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর চিন্তা করছে ইতালি সরকার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৫ এএম

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর চিন্তা করছে ইতালি সরকার

ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। তবে একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। এ সময় তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

এ সময় সরকারপ্রধানকে কাছে পেয়ে প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রবাসীরা বিশেষত ইতালিতে তাদের অভিবাসন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ড. ইউনূসের প্রতি সরাসরি আহ্বান জানান।

ড. ইউনূস উল্লেখ করেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়েছিল। তিনি দৃঢ়ভাবে জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে সেই ভেঙে পড়া অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। রেমিট্যান্সের প্রবাহ না থাকলে সরকারের টিকে থাকা অত্যন্ত কঠিন হতো। দেশের প্রতি প্রবাসীদের এই অবদান তিনি ‘অমূল্য’ হিসেবে অভিহিত করেন।

প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান, যেন তারা বৈধতা রক্ষার পাশাপাশি দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আরও প্রস্তুত করে তোলে। এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার