Logo
Logo
×

জাতীয়

বেতন কমিশনে স্থানীয় সরকার কর্মীদের দাবি, চাইলেন সাক্ষাতের সুযোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০২:২৬ এএম

বেতন কমিশনে স্থানীয় সরকার কর্মীদের দাবি, চাইলেন সাক্ষাতের সুযোগ
জাতীয় বেতন কমিশন–২০২৫-এর কাছে দাবি উপস্থাপন ও সাক্ষাতের সময় চেয়ে আবেদন জানিয়েছে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কমিশনের পূর্ণকালীন চেয়ারম্যান বরাবর পাঠানো এক আবেদনে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, যা কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের কাছ থেকে বেতন কাঠামো প্রণয়নে মতামত ও প্রশ্নমালার উত্তর চেয়েছে। সেই আলোকে সমিতি সরকারি কাজে গতিশীলতা আনয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে একটি প্রস্তাবিত বেতন কাঠামো তৈরি করেছে, যা কমিশনের কাছে জমা দেওয়া হবে।

এতে আরও বলা হয়, বেতন কাঠামো প্রস্তাবটি কমিশনে সরাসরি উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করার জন্য সাক্ষাতের সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাজহারুল ইসলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার