Logo
Logo
×

জাতীয়

মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনের আগুনে নিহত ৯

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম

মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনের আগুনে নিহত ৯

রাজধানীর মিরপুরের রূপনগরে কারখানা এবং রাসায়নিক গুদামে আগুন লাগার ঘটনায় ৯ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়েছে। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, 'দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে।'

তিনি বলেন, 'আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি।'

তালহা বিন জসিম বলেন, 'রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল। প্রথম দফায় পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। পরে আরও আরও তিনটি সেখানে যুক্ত হয়।'

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার