Logo
Logo
×

জাতীয়

সেই তনির তৃতীয় বিয়ে, পাত্র এবার লন্ডনী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম

সেই তনির তৃতীয় বিয়ে, পাত্র এবার লন্ডনী

স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর না যেতেই ছড়িয়েছে নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির ফের বিয়ের খবর। 

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন—এ খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। নেটিজেনদের আগ্রহ, তনির নতুন স্বামী আসলে কে?

সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ পেয়েছে। সেখানে তনিকে দেখা যাচ্ছে এমডি সিদ্দিক নামের এক ব্যক্তির সঙ্গে। 

জানা গেছে, তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি দেশের পরিচিত উদ্যোক্তা এবং মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সিদ্দিক যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (De Montfort University) থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন। তার গ্রামের বাড়ি খুলনায়।

রোববার (১২ অক্টোবর) রাতে নিজের জন্মদিনে স্ত্রী তনির সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সিদ্দিক। জন্মদিনের সেই পোস্ট থেকেই স্পষ্ট হয়, তনি ও সিদ্দিক দাম্পত্য জীবনে একসঙ্গে রয়েছেন। অন্যদিকে তনিও নিজের পেজে স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়।

গত ১৫ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। বয়সের ব্যবধান ও সম্পর্ক নিয়ে তনি তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। ফেসবুক লাইভে এলেই নানা ট্রল ও কটূ মন্তব্যের শিকার হতেন তিনি।

এর আগে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে তনির জীবনে। পরে ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে। শুরুতে পরিবারের আপত্তি থাকলেও পরবর্তীতে বিষয়টি মেনে নেয় দুই পরিবারই।

এদিকে তনির নতুন বিয়ের খবরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ তাকে শুভকামনা জানালেও, অনেকেই সমালোচনায় সরব হয়েছেন। তাদের অভিযোগ, স্বামীর মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার আগেই নতুন বিয়ে করেছেন তনি। তবে এ বিষয়ে তিনি নিজে এখনও কোনো মন্তব্য করেননি।

তনির জীবনের নতুন অধ্যায় শুরু হলেও, আগের মতোই এবারও সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা দুটোই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার