Logo
Logo
×

জাতীয়

শিক্ষককে মারধর করে পুলিশে দিল শিক্ষার্থীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম

শিক্ষককে মারধর করে পুলিশে দিল শিক্ষার্থীরা

গাজীপুরের টঙ্গীতে এক শিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় ওই কলেজের শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

‎রোববার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎ওই শিক্ষকের নাম হানিফ উদ্দিন (৫০)। তিনি প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষক ছিলেন। হানিফ উদ্দিন গাজীপুর মহানগর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার ১১ নাম্বার আসামি হিসেবে তার নাম রয়েছে।

‎পুলিশ জানায়, রোববার সকালে প্রতিষ্ঠানটির কয়েকশ শিক্ষার্থী ও পার্শ্ববর্তী টঙ্গী সরকারি কলেজের আরও অর্ধশতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন শিক্ষককে আটক করে মারধর করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

‎টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ঘটনার সময় আমি কলেজের শ্রেণিকক্ষেই ছিলাম। খবর পরে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ শিক্ষককে থানায় নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

‎টঙ্গী পশ্চিম থানার ওসি  হারুন অর রশিদ বলেন, শিক্ষককে ৫৪ ধারা অনুযায়ী গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা তাকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার দেখাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার