কয়েকজন শিক্ষক পুলিশ হেফাজতে, যা জানালেন ডিসি মাসুদ

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। তবে তাদের বিরুদ্ধে মামলা করা বা আটক রাখার ইন্টেনশন নেই বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ‘অধিকাংশই শিক্ষকই চলে গেছেন। কিছু এদিক-সেদিক আছে। যান চলাচল মোটামুটি স্বাভাবিক। কয়েকজন পুলিশ হেফাজতে আছে।
তাদের আটকে রাখা বা মামলার করার কোনো ইনটেনশন নেই। আমরা শিক্ষককের সম্মান করি। আমাদের উদ্দেশ্য জায়গাটায় মানুষের চলাচল নির্বিঘ্ন করা।’
রবিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় এসব কথা বলেন তিনি।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলেছি। বাড়িভাড়া সংক্রান্ত ইস্যু ছিল। তারা অর্থ সচিবের সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা ১০ জনের বেশি প্রতিনিধিদল পাঠিয়েছি। তারা কথা বলে এসেছেন।
সেখানে কনভিনসড হয়ে তারা এসে সিদ্ধান্ত জানিয়েছেন। তারা এখানে স্থগিত করে শহীদ মিনারে অবস্থান করতে চেয়েছেন।’
এদিকে পুলিশের বাধার মুখে সেখান থেকে সরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। সেখান থেকেই তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব।