Logo
Logo
×

জাতীয়

ঢামেকের সামনে অবৈধ ব্যবসা বন্ধে কঠোর অবস্থানে ডিএসসিসি প্রশাসক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম

ঢামেকের সামনে অবৈধ ব্যবসা বন্ধে কঠোর অবস্থানে ডিএসসিসি প্রশাসক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত ও সড়কে কোনো ধরনের অবৈধ ব্যবসা বা স্থাপনা চলতে দেওয়া হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। 

তিনি বলেন, হাসপাতাল এলাকায় সুস্থ পরিবেশ নিশ্চিতকরণ ও যানজট নিরসনে ঢাকা মেডিকেল কলেজের সামনে আর কোনো মুনাফালোভীদের অবৈধ ব্যবসার সুযোগ দেওয়া হবে না।  শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

প্রশাসক শাহজাহান মিয়া আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ডিএসসিসি ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে, যাতে হাসপাতাল এলাকায় স্বস্তিকর পরিবেশ বজায় থাকে।  

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৃত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে উল্লেখিত সংখ্যার তুলনায় অনেক কম। কারণ, ডিএসসিসি এলাকায় দেশের প্রধান হাসপাতালগুলো অবস্থিত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেঙ্গু রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে এখানে রোগীর সংখ্যা বেশি দেখালেও তা মূলত সারাদেশের রোগী।  তিনি জানান, ডিএসসিসি শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থায়ও গুরুত্ব দিচ্ছে। এজন্য মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।  

ক্যাম্পাস পরিচ্ছন্নতা বিষয়ে শাহজাহান মিয়া বলেন, জ্ঞানচর্চার অন্যতম প্রধান তিনটি প্রাণকেন্দ্র—ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি একসঙ্গে কাজ করবে।  

আরও পড়ুন
এর অংশ হিসেবে শনিবার ডিএসসিসির উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞানের নয়, জাতির ভবিষ্যতের প্রতীক। সেগুলোর পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব আরও বেশি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার