এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম

নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তার স্ত্রী সাবিকুন নাহার।
সর্বশেষ স্ট্যাটাসে তিনি দাবি করেন, ত্বহা আদনান বর্তমানে জারিন জাবিন নামে এক এয়ার হোস্টেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। এই নারী নাকি ত্বহার কলেজ জীবনের পুরোনো প্রেমিকা। তখন পারিবারিক কারণে সম্পর্কটি বিয়ে পর্যন্ত গড়ায়নি। সাবিকুন নাহারের অভিযোগ, এবার তারা আবার যোগাযোগ শুরু করেছেন এবং নিয়মিত চ্যাট ও ফোনালাপে ব্যস্ত থাকেন। এমনকি রাজধানীর যিন্নুরাঈন সেন্টারে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা ও সাক্ষাতের কথাও তিনি উল্লেখ করেছেন।
তিনি আরও লেখেন, তিনি (ত্বহা আদনান) এখন নিয়মিত সেই এয়ার হোস্টেসের সঙ্গে ফোনে কথা বলেন, লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করেন। সেন্টারে বিভিন্ন ক্লাসের নামে মেয়েদের সঙ্গে একান্তে বসেন। যে কো-এডুকেশন বা নারী-পুরুষের মিশ্র শিক্ষা ব্যবস্থার তিনি প্রকাশ্যে বিরোধিতা করেন, তার প্রতিষ্ঠানেই সেই নিয়ম চলছে।
সাবিকুন নাহারের অভিযোগ, এসব বিষয়ে আপত্তি জানালে তাকে উল্টো দোষী বানিয়ে নানা অপবাদ দেওয়া হয়েছে এবং মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে।
তিনি আরও দাবি করেন, জারিন জাবিনের আগেও রংপুরের এক তরুণ আলেমা নারীর সঙ্গেও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্বহা আদনান। পরে সেই সম্পর্ক থেকেও তিনি সরে আসেন।
সবশেষে নিজের পোস্টে সাবিকুন নাহার লিখেছেন, বর্তমান মানসিক ও শারীরিক অবস্থার কারণে অনলাইন তালিম সাময়িকভাবে স্থগিত করা হলো। ইনশাআল্লাহ আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তালিম পুনরায় শুরু হবে।
তিনি নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন এবং লিখেছেন, আমি গুনাহগার, রবের দয়ার মুখাপেক্ষী।