Logo
Logo
×

জাতীয়

আগারগাঁওয়ের সেই ‘কেকপট্টি’ তুলে দেওয়া হলো যে কারণে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:২৯ এএম

আগারগাঁওয়ের সেই ‘কেকপট্টি’ তুলে দেওয়া হলো যে কারণে

শেষ কিছু দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল আগারগাঁওয়ের ভ্রাম্যমাণ কেকের দোকানগুলো। নেটিজেনরা যার নামই দিয়ে বসেছিলেন– কেকপট্টি। অবশেষে সেই এলাকা থেকে সেই সব দোকান সরিয়ে দিয়েছে যৌথবাহিনী।

পুলিশ জানিয়েছে, এই দোকানগুলো সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছিল। সে কারণে নির্বাচন কমিশনের অনুরোধে সেসব দোকান সরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকার আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকার প্রশস্ত সড়কে শেষ কয়েক বছর ধরেই চটপটি, ফুচকাসহ বিভিন্ন খাবারের ভ্রাম্যমাণ দোকান বেড়েই চলছিল। সপ্তাহখানেক আগে আলোচনায় চলে আসে সেখানকার কেকের দোকানগুলো। 

নেটিজেনরা এর নাম দিয়ে বসেছিলেন ‘কেকপট্টি’। ক্রেতার ভিড় তো আছেই, কন্টেন্ট নির্মাতাদের উপস্থিতিও ক্রমে বাড়ছিল সেখানে। যার ফলে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক এলাকা যেখানে আছে নির্বাচন কমিশন, সরকারী কর্ম কমিশনসহ সরকারি কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর আছে, সেখানের সড়কে যান চলাচল বন্ধই হতে চলেছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ মিলে অভিযান চালায়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘যে দোকানগুলো রাস্তার ওপর যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, আমরা সেগুলো সরিয়ে দিয়েছি। এখানে কে ভাইরাল, আর কে ভাইরাল না, তাতো আমরা জানি না।’

তিনি আরও জানান, ‘জনচলাচলে দুর্ভোগ ও যানজট সৃষ্টি এবং নির্বাচন কমিশন ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনের সামনে রাস্তা বন্ধ করে যারা দোকান করছিলেন তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা উচ্ছেদ করেছি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার