Logo
Logo
×

জাতীয়

সেফ এক্সিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:২১ এএম

সেফ এক্সিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেকেই বলতে পারেন, প্রশ্ন তো আর থামানো যায় না।

শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান কেন্দ্র (বৌদ্ধ বিহার) আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আগামীতে আরও উন্নতি হবে। 

আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অসুরের মুখে যারা দাঁড়ি লাগিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। 

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। দেশের সব বৌদ্ধ বিহারে মাসব্যাপী কঠিন চীবর দান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 

উপদেষ্টা বলেন, মনীষী অতীশ দীপঙ্করের জ্ঞান, দর্শন, ধর্মচর্চা, কর্ম, শিক্ষা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে জন্মভূমি বাংলাদেশে তার নামে একটি বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি। 

তিনি বলেন, বাংলাদেশের সন্তান হিসাবে মনীষী অতীশ দীপঙ্করের কীর্তি ও বিশ্বব্যাপী খ্যাতিতে আমরা গর্বিত।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, আমাদের দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে। কিন্ত আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবীরা সবসময় বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি, বিশিষ্ট ব্যবসায়ী দয়াল কুমার বড়ুয়া, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী শুভাশীষ চাকমা, কর্নেল দিদারুল আলম প্রমুখ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার