ধর্ম অবমাননার দায়ে এবার ইউআইইউ শিক্ষার্থী বহিষ্কার

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম
ধর্ম নিয়ে কটূক্তি করার দায়ে এবার বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের সেকেন্ড ট্রাই-সেমিস্টারের শিক্ষার্থী ধর্ম নিয়ে কটূক্তি করেছেন– এ অভিযোগ তুলে গতকাল সকালে তাকে মারধর করেন একদল শিক্ষার্থী। পরে শিক্ষকরা তাঁকে মেডিকেল সেন্টারে নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি জানান, অতিদ্রুত অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া তারা দাবি করেন, অতিদ্রুত ধর্মীয় মূল্যবোধ শেখানোর মতো কোনো আয়োজন করতে হবে এবং ওই দিন সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে হবে।
অভিযুক্ত শিক্ষার্থী উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি ছাত্রাবাসে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাসে তার কক্ষের একজনের কাছে তিনি ধর্ম নিয়ে কটূক্তি করতেন। পরে অভিযুক্ত শিক্ষার্থীর এমন আলোচনা ও কটূক্তিতে অতিষ্ঠ হয়ে কক্ষে তাঁর আলোচনা রেকর্ড করেন তিনি। সেই অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাসে মারধর করেন।
এর আগে পবিত্র কোরআন অবমাননা করায় গত ৫ অক্টোবর এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।