Logo
Logo
×

জাতীয়

স্ত্রী-ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩৮ এএম

স্ত্রী-ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ওই হিসাবগুলোতে মোট ১৮ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ২১৯ টাকা জমা রয়েছে। এর মধ্যে রুহুল হকের ৩৯টি, ইলা হকের দুইটি ও জিয়াউল হকের ১৫টি ব্যাংক হিসাব রয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও তদন্ত দলের প্রধান এস এম রাশেদুল হাসান এ-সংক্রান্ত আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। আবেদনটি উপস্থাপন করেন দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাফিজুর রহমান।

আবেদনে বলা হয়েছে, রুহুল হক, তার স্ত্রী, ছেলে ও তাদের স্বার্থসংশ্লিষ্টরা যে কোনো সময় এসব অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করতে পারেন। এতে তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের তদন্ত ব্যাহত হতে পারে। তাই অর্থ স্থানান্তর রোধে আদালতের নির্দেশ প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)  রুহুল হক, ইলা হক, জিয়াউল হক ও তাদের মেয়ে মেহজাবিন হকের সব ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার