Logo
Logo
×

জাতীয়

ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৪ এএম

ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া দেখা যায়। এরপর পথচারীরা আতঙ্কিত হয়ে আশপাশ থেকে সরে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুজন ব্যক্তি ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার