বেসরকারি স্কুল-কলেজে প্রধান শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) পদে নিয়োগ এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে দেওয়া হবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক–১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে হবে। এনটিআরসি-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় নতুন কোনো নিয়োগের উদ্যোগ নেওয়া যাবে না।
অফিস আদেশের অনুলিপি সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এনটিআরসি-এর চেয়ারম্যান, ব্যানবেইসের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
রোববার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক–১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে হবে। এনটিআরসি-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় নতুন কোনো নিয়োগের উদ্যোগ নেওয়া যাবে না।
অফিস আদেশের অনুলিপি সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এনটিআরসি-এর চেয়ারম্যান, ব্যানবেইসের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।