Logo
Logo
×

জাতীয়

গ্রিসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী এনামুলের মৃত্যু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম

গ্রিসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী এনামুলের মৃত্যু

গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এনামুল সরকার নামের এক প্রবাসী।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্কুটি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান এনামুল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করে আসছিলেন এনামুল। তিনি প্রতিদিনের মতো (বৃহস্পতিবার ভোরে) স্কুটি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এথেন্সের পেট্টরেলি-আগিয়া ইয়ানিস সড়কে হঠাৎ একটি মোটরসাইকেল তার স্কুটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এনামুল সরকারের বাড়ি নরসিংদী শহরের সাহেপ্রতাপ এলাকায়। তিনি হাজী সামাদ সরকারের ছোট ছেলে। 

এনামুলের মৃত্যুর সংবাদে স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, তিনি ছিলেন সংসারের একমাত্র ভরসা। তার মৃত্যুর ঘটনায় সবাই ভেঙে পড়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার